বাংলার ভোর প্রতিবেদক
প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার ক্রীড়া প্রতিযোগিতায় উচ্চলাফে দেশ সেরা হয়েছে যশোরের সদর উপজেলার মাহিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র আব্দুল্লাহ আল মামুন। মামুন যশোর সদর উপজেলার মহিদিয়া গ্রামের জাবের আলী গাজীর ছেলে।
কোন প্রকার প্রশিক্ষণ না থাকলেও তার প্রতিভা তাকে এ কৃতিত্ব অর্জন করেছে। মামুনরে সাফল্যে গর্বিত তার স্কুলের শিক্ষকরা। এর আগে আব্দুল্লাহ আল মামুন পর্যায়ক্রমে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে উচ্চ লাফ খেলায় প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে।
২৪ মে প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু তাহের মো. মাসুদ রানা ঢাকার মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজে ২০২৫ সালের প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার ক্রীড়া ইভেন্ট উদ্বোধন করেন।
তৃণমূল পর্যায় থেকে ইউনিয়ন, উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে বিজয়ী আটটি বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেয়।