বাংলার ভোর প্রতিবেদক
‘স্পর্ধিত হও অশুভের সাথে দ্বন্দ্বে’ এই স্লোগানকে সামনে রেখে উদীচী যশোর জেলা সংসদের কর্মীসভা শুক্রবার সংগঠন  কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ।

উদীচীর কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দের সাংগঠনিক সফর উপলক্ষে অনুষ্ঠিত এই কর্মীসভায় উদীচী যশোরের নির্বাহী কমিটি, উপদেষ্টামন্ডলী, সাধারণ সদস্যবৃন্দ এবং উদীচী যশোরের সকল শাখাসমূহের নেতা-কর্মীসহ উদীচী মাগুরা জেলা সংসদের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

উদীচী যশোর জেলা সংসদের সভাপতি অ্যাড. আমিনুর রহমান হিরুর সভাপতিত্ব সংগঠনের কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম এবং সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন কর্মী সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কর্মীসভা সঞ্চালনা করেন উদীচী যশোরের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব। দিকনির্দেশনামূলক আলোচনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন। পরে মুক্ত আলোচনায় অংশ নেন উপদেষ্টামন্ডলীর সদস্য  হাবিবা শেফা,  একরাম উদ-দ্দৌলা, খন্দকার আজিজুল হক মনি, উদীচী  যশোরে সহ-সভাপতি আব্দুল আফফান ভিক্টর, সহ-সাধারণ সম্পাদক আসিফ আকবর নিপপন, কাজী শাহেদ নওয়াজ, কোষাধ্যক্ষ চন্দন সিদ্দিকী, প্রচার সম্পাদক রিয়াদুর রহমান, দপ্তর সম্পাদক উম্মে মাকসুদা মাসু, নরোত্তম দেবনাথ, শরিফুল আলম সোহাগ, আবু জাফর বাচ্চু, মোহম্মদ সুমন, সাংবাদিক নূর ইমাম বাবুল, উদীচী গদখালি শাখার আব্দুর রহিম, উদীচী এম এম কলেজ শাখার প্রিয় দত্ত প্রমুখ।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version