বাংলার ভোর ডেস্ক
স্থানীয় সরকারের উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীকে ভোট করতে চাইলে নিবন্ধিত দলগুলোর ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষরসহ তালিকা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ সংক্রান্ত তালিকা ইসিতে পাঠানোর অনুরোধও জানিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। আজ (রোববার) ইসির জনসংযোগ পরিচালক শরিফুল আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এবার চার ধাপে উপজেলা পরিষদ নির্বাচন করার সিদ্ধান্ত আগেই জানিয়েছে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন। সে অনুযায়ী আগামী ৮ মে ১৫২ উপজেলায় জনপ্রতিনিধি নির্বাচনে ভোট হবে।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগ জানিয়েছে, উপজেলা নির্বাচনে তারা কোনও প্রার্থীকে দলীয় প্রতীক দেবে না। দ্বাদশ সংসদ নির্বাচন বর্জনকারী বিরোধী দল বিএনপি স্থানীয় সরকারের এ নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছে। সবমিলিয়ে ষষ্ঠ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন অনেকটা নির্দলীয় প্রতীকেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশে নিবন্ধিত রাজনৈতিক দল ৪৪টি।
এর মধ্যে ২৯টি ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেয়। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচন দাবিতে আন্দোলনরত বিএনপিসহ সমমনা ১৫টি দল এ ভোটে ছিল না। উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৩ এর বিধি ১৫ এর উপবিধি (৩) (গ) (ইইই) উল্লেখ করে বিজ্ঞপ্তিতে চেয়ারম্যান/ভাইস চেয়ারম্যান/মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশগ্রহণের জন্য নিবন্ধিত দলের সভাপতি, সাধারণ সম্পাদক বা সমপর্যায়ের পদাধিকারীর কাছ থেকে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষরসহ তালিকা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে পাঠানোর নির্দেশ দিয়েছে ইসি।
একইসঙ্গে সেই পত্রের অনুলিপি নির্বাচন কমিশনে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে