বাংলার ভোর প্রতিবেদক
আগামী ২৯ মে যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদ নির্বাচন। এ উপলক্ষে ২ মে বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে বাঘারপাড়া নির্বাচন অফিস ও জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে ৬ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দেন। ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থী তাদের হলফনামার ফটোকপি বাঘারপাড়া ও যশোরের নির্বাচন অফিসে জমা দিয়েছেন।
চেয়ারম্যান পদে বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী, বর্তমান ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা, বাঘারপাড়া উপজেলা যুবলীগের আহবায়ক রাজীব রায়, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এফএম আশরাফুল কবির বিপুল ফারাজি, জেলা মৎসজীবীলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা ও মো. মাসুম রেজা।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দেন মো. আসাদুজ্জামান চিশতি, মো. গোলাম ছরোয়ার, মো. নাজমুল হুসাইন, শাহজালাল, এনায়েত হোসেন লিটন, মো. তাওহিদুর রহমান, মো. জয়নাল আবেদীন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা বিশ্বাস, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস দিলারা জামান, শামছুন্নাহার, ও রেক্সনা খাতুন। আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে বাঘারপাড়া উপজেলা পরিষদের নির্বাচন প্রতিক বরাদ্দ হবে ১৩ মে। বাঘারপাড়া উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮৭ হাজার ১১২ জন।