ইব্রাহিম ঈশান
প্রচণ্ড তাপদাহর কারণে নওদাতুল কুরান হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে উপশহর সারথি টেক্সটাইল মিলের সামনে পথচারী ও তৃষ্ণার্তদের মাঝে মাঝে লেবু শরবত বিতরণ করা হয়েছে।
মাদ্রাসা কর্তৃপক্ষের সার্বিক তত্ত্বাবধানে এ সময় মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা আজিম উদ্দিন, হাফেজ মাওলানা নুরুলউল্লা, অভিভাবক জিল্লু মাহামুদ ও শেখ তমজিদ মাফিসহ শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
শরবত বিতরণে সহযোগিতা করেন মাদ্রাসার ছাত্ররা। মাদ্রাসা কর্তৃপক্ষ জানান খেটে খাওয়া ও মেহনতি মানুষের জন্য আমাদের সামান্য এ আয়োজন। মানুষের তৃষ্ণা মিটানোর উদ্দেশ্যে গরমের এই দিনগুলোতে মাঝে মাঝেই এভাবে শরবত বিতরণ কার্যক্রম চালানো হবে বলেও জানান মাদ্রাসা সংশ্লিস্টরা।