বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলার উপশহর ইউনিয়ন বিএনপি আয়োজিত বৈশাখী ফুটবল উৎসব ১৪৩২ এর চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে স্বেচ্ছাসেবক দল।
শুক্রবার উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা ছাত্রদলকে পরাজিত করে। নির্ধারিত সময়ের খেলাটি গোল শূণ্য অবস্থায় অমিমাংসীতভাবে শেষ হয়। পরে টসের মাধ্যমে খেলার জয় পরাজয় নির্ধারণ করা হয়। টসে স্বেচ্ছাসেবক দল জয়লাভ করে।
খেলা শেষে প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু ও যশোর চেম্বার অব কমার্স এণ্ড ইণ্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান। অনুষ্ঠানে উপশহর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হোসেনের সভাপতিত্বে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা গোলাম রেজা দুলু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু প্রমুখ।