বাংলার ভোর প্রতিবেদক
যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী পালিত হয়েছে। এ উপলক্ষে কলেজের আব্দুল হাই কলা ভবনে আলোচনা, দোয়া মাহফিল ও হামদ, নাত, কেরাত ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দোকার এহসানুল কবির। অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর মোকাররম হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু বক্কর সিদ্দিকী ও শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আখতার হোসেন।
ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ রকিবুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মেজবাউর রহমান, বাংলা বিভাগের প্রধান এফএম আব্দুর রাজ্জাক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান মুকুল হায়দার, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক আতিয়ার রহমান, বাংলা বিভাগের সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফাহিম আল ফাত্তাহ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাষ্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী কামরুল হাসান।
আলোচকরা রাসুলের জীবন ও কর্ম সম্পর্কে গুরুত্বপূর্ন আলোচনা করেন। তারা বলেন, মুহাম্মাদ (সা.) সর্বকালের সব যুগের সেরা আদর্শ। দিন দিন তার অনুসারী বাড়ছে। তিনি ছিলেন, ভদ্র, নম্র, দুরদর্শী সম্পন্ন। কারো প্রতি প্রতিশোধ না নেয়া ছিল বিশ্বনবীর অন্যতম আদর্শ। নিজের জন্য কখনোই প্রতিশোধ গ্রহণ করতেন না। তিনি কখনো কাউকে আঘাত করতেন না। শারীরিক আঘাত তো দূরের কথা তিনি কথা বা আচরণ দিয়েও কাউকে কষ্ট দিতেন না। নবীজীর জন্য কোন অনুষ্ঠানে আলাদা বসার স্থান থাকতো না। তিনি সব সময় নিচে সমতলে বসতেন।
আলোচকরা নবীজীর জীবনের আদর্শকে ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে কাজে লাগানোর আহ্বান জানান। পরে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন এমএম কলেজ মসজিদের ইমাম মাওলানা আমজাদ হোসেন। শেষে হামদ, নাথ, কিরাত ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী ২৫ শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।