বাংলার ভোর প্রতিবেদক
সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় গ্রেফতার চরমপন্থী নেতা শিমুল ভূইয়ার সেকেন্ড ইন কমান্ড সাইফুল আলম মেম্বরকে বিস্ফোরকদ্রব্যসহ গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে যশোর শহরের চাঁচড়া বাবলাতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে যশোরের অভয়নগর ও মণিরামপুরের একাধিক হত্যা মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। গ্রেফতার সাইফুল আলম মেম্বর যশোরের অভয়নগর উপজেলার দত্তগাতি গ্রামের কাশেম মোল্লার ছেলে।
ঘটনাস্থলে যশোর ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে যশোর শহরের চাঁচড়া বাবলাতলা এলাকার মৎস্যখামার এলাকায় তল্লাশি চালিয়ে সাইফুল আলম মেম্বরকে বিস্ফোরকদ্রব্যসহ (গান পাউডার) আটক করা হয়। এরপর তাকে নিয়ে ওই এলাকার আদর্শ মৎস্য খামারের একটি কক্ষে তল্লাশি করা হয়। ওই কক্ষে কোন কিছু পাওয়া যায়নি। তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ওই ফোনে ভারতীয় সিমকার্ড ব্যবহার করার প্রমাণ পাওয়া গেছে। তাকে নিয়ে আরো কয়েকটি জায়গায় অভিযান চালানো হবে।
তিনি আরও বলেন, যশোরের অভয়নগর ও মণিরামপুরের রাকিব, সুমন ও প্রভাষক উদয় শংকর হত্যা মামলার আসামি চরমপন্থী সাইফুল মেম্বর। দুটি হত্যা মামলায় তার বিরুদ্ধে চার্জশিট হয়েছে। উদয় শংকর হত্যা মামলায় দুইজনকে গ্রেফতার করেছিলাম। তখন সাইফুল মেম্বর পালিয়ে ছিল। সম্প্রতি শিমুল ভূইয়া গ্রেফতার হওয়ায় সাইফুল মেম্বর গা ঢাকা দেন। পলাতক থাকা অবস্থায় তিনি বিভিন্ন লোকের সাথে ভারতীয় মোবাইল নম্বর ব্যবহার করে কথা বলতেন। তিনি সাতক্ষীরা সীমান্তে পালিয়ে ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।