সাতক্ষীরা সংবাদদাতা
এসএসসি ’৯১ সাতক্ষীরার বন্ধু দেবপ্রসাদ পাল খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার, মীর তাজুল ইসলাম রিপন মহাত্মা গান্ধী আন্তর্জাতিক শান্তি পুরস্কার পাওয়ায় ও মাসুম বিল্লাহ শাহীন শহীদ স্মৃতি কলেজে সভাপতি হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

এসএসসি ’৯১ সাতক্ষীরার উদ্যোগে শনিবার রাতে শহরের হোটেল টাইগার প্লাস কনফারেন্স রুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে মোস্তাক শাহ নের সঞ্চালনায় উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল ফারুক, মনোয়ার হোসেন মন্জু, গোলাম মোর্শেদ লিটন, মাহবুব আলম,রাকিব খান মিঠুন, রুমি, আমিনুল ইসলাম লেলিন, আনোয়ার পারভেজ, শাহানা সুলতানা, এ্যাড. ফারহানা, করনিয়াল গাইন, সুবদেব কুমার বিশ্বাস, আদিলুল ইসলাম মিন্টু, মো. ইয়াছিন, লিটনসহ এসএসসি ’৯১ সাতক্ষীরার বন্ধু মহল।

এ সময় স্কুল জীবনের স্মৃতিচরণ করে এসএসসি ’৯১ বন্ধু খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবপ্রসাদ পাল বলেন, আজ আমাদের এই পর্যায়ে আসার পেছনে যাদের অবদান বেশি তারা হলেন আমাদের স্কুল জীবনের শিক্ষকবৃন্দ।

Share.
Exit mobile version