বাংলার ভোর প্রতিবেদক
আসন্ন যশোর সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সদর উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক ফাতেমা আনোয়ার কচুয়া ইউনিয়নে বিভিন্ন পাড়া মহল্লায় রোববার রাতে উঠান বৈঠক ও গণসংযোগ করেছেন। এ সময় তিনি ভোটারদের কাছে নিজের জন্য ভোট চাইলেন।
গণসংযোগকালে তার সাথে ছিলেন জাতীয় শ্রমিক লীগ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ মাহমুদ হোসেন, আওয়ামী লীগের অন্যতম নেতা নওশের গাজী, সাবেক ইউপি সদস্য জাহিদুল ইসলাম বিদ্যুৎ, আকবর আলীসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।