পাইকগাছা সংবাদদাতা
পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের কমিটি বিলুপ্তি করে আহবায়ক কমিটি ঘোষণায় উপজেলা ও পৌরসভা পূজা উদযাপন পরিষদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বেলা ১১ টায় পাইকগাছা বাজার সার্বজনীন পূজা মন্দিরে উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি প্রাণকৃষ্ণ দাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক সাবেক অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার।

 

এ সময় বক্তারা গত ২৬ ডিসেম্বর জেলা পূজা উদযাপন পরিষদের কার্যনির্বাহী কমিটির সভায় অগণতান্ত্রিকভাবে পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের কমিটি বিলুপ্ত করে আহবায়ক কমিটি ঘোষণার প্রতিবাদ জানিয়ে বলেন, জেলা কমিটির সভাপতির অনুপস্থিততে সাধারণ সম্পাদক বিমান সাহার একতরফা এ ঘোষণা আমরা মানিনা।

নেতৃবৃন্দ দ্রুত জেলা ও কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের হস্তক্ষেপ কামনা করেছেন।

সভায় জেলা-উপজেলা ও পৌর পূজা পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক মুরারী মোহন সরকার, সন্তোষ কুমার সরকার, অ্যাড. শিবু প্রসাদ সরকার, মৃত্যুঞ্জয় কুমার সরদার, সুনিল কুমার মন্ডল, কালিপদ সরকার, বাবুরাম মন্ডল, প্রভাষক রবীন্দ্র নাথ কর্মকার, সুরঞ্জন চক্রবর্তী, বিভাসেন্দু সরকার, স্নেহেন্দু বিকাশ, প্রকাশ ঘোষ বিধান, অখিল মন্ডল, শিক্ষক কনক চন্দ্র সরকার,বিপুল বিশ্বাস, গোপাল মন্ডল, পরিমল দাশ, গৌর মন্ডল প্রমুখ।

Share.
Exit mobile version