কলারোয়া সংবাদদাতা:
কলারোয়া উপজেলার ৪ নম্বর লাঙ্গলঝাড়া ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ কালাম নির্বাচনী প্রচারণায় গিয়ে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম লাল্টু ও মফিজুল ইসলাম লাভলুর বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য প্রদান করেন যা মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরে।
ওই বক্তব্যের প্রতিবাদ করেছেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম লাল্টু।
বিবৃতিতে আমিনুল ইসলাম লাল্টু বলেছেন, এমন অশালীন ও বানোয়াট বক্তব্যে সাধারণ জনগণের মধ্যে নেতিবাচক ও বিভ্রান্তমূলক প্রতিক্রিয়া সৃষ্টি করে। একই সাথে দল ও সরকারের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়। এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় ও তার দৃষ্টান্তমূলক শাস্তি প্রত্যাশা করি।
শিরোনাম:
- বহু লোক ডাকাতি চুরি করার পাঁয়তারা শুরু করেছে : মুজিবুর রহমান
- যশোরে সরকারি গুদামে আমন ধান সংগ্রহ ব্যর্থ
- মুক্তেশ্বরী নদীর জায়গা দখল স্বীকার আদ্-দ্বীনের
- ঝড়-বৃষ্টির পূর্বাভাসে ক্ষেতের পাকা ধান নিয়ে চিন্তিত কৃষক
- ইজারাদার দুই পক্ষ আদালতে, খাস কালেকশনে পৌর কর্তৃপক্ষ
- যশোরে সাহিত্য সভা অনুষ্ঠিত
- যশোর ইপিজেড প্রকল্পের ভূমি উন্নয়নে ১৫৪ কোটি ব্যয় অনুমোদন
- যশোরে খাবারে চেতনানাশক মিশিয়ে একই পরিবারের ৫জনকে অচেতন