কলারোয়া সংবাদদাতা
সাতক্ষীরার কলারোয়ায় ছিনতাই ঘটনায় পৌর ছাত্রদলের আহবায়ক শুভ রাসেলসহ ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ভুক্তভোগী কামাল শেখ বাদী হয়ে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেন।
বিবাদীরা হলেন, কলারোয়া শহরের তুলসীডাঙ্গা গ্রামের কলারোয়া পৌর ছাত্রদলের আহবায়ক শুভ রাসেল, একই এলাকার মানিক, রনি হোসেন এবং তালহা।
ভুক্তভোগী কামাল শেখ বলেন, আমাকে রাস্তা থেকে লোহার রড, বাশের লাঠি, জিআই পাইপ দিয়ে এলোপাতাড়ি ভাবে মারপিট করে ইজিবাইকে তুলে তুলশীডাঙ্গা মৎস্য ঘেরের পাশে আম বাগানে নিয়ে আমার গেঞ্জির পকেট থেকে ৫৬ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। আমার শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম করে।
একই সাথে খুন করে গুম করে দিবে বলে হুমকি দিয়েছে। যে ঘটনায় আমি বাংলাদেশ সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প সাতক্ষীরা ইনচার্জ এবং সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ দিয়েছি। আসামিদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।
এ ঘটনায় কলারোয়া থানার ইনচার্জ শেখ সাইফুল ইসলামের সাথে মুঠোফোনে আলাপকালে তিনি জানান, অভিযুক্তদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনা হবে।