কালিগঞ্জ সংবাদদাতা
কালিগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে উদ্ভুত পরিস্থিতি স্বাভাবিক করতে বিএনপি, জামায়াত ও কোটা সংস্কার আন্দোলনের ছাত্রনেতাদের নিয়ে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ দীপুর সভাপতিত্বে তারই কার্যালয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর এই এলকার দায়িত্বপ্রাপ্ত মেজর লিখন হালদার, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম।
বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক শেখ এবাদুল ইসলাম, সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর আব্দুল ওয়াহাব, সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউপ, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা ঈমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুল গফুর, কোটা সংস্কার আন্দোলনের উপজেলার আহবায়ক রাকিব হোসেন। এছাড়া বিএনপি নেতা শেখ আব্দুল গফুর, শেখ লুৎফর রহমান, যুবনেতা শাকিল, বাবু প্রমুখ।
মেজর লিখন হালদার বলেন বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের জানমাল ও সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহের সার্বিক নিরাপত্তা প্রদানে সেনাবাহিনী সদা নিয়োজিত। এক্ষেত্রে সকলের নিজ নিজ অবস্থান থেকে শান্তি রক্ষায় সহযোগিতা চাই। বৃহস্পতিবার হতে কালিগঞ্জ উপজেলার ১২ টি ইউনিয়নে শান্তি রক্ষার বার্তা নিয়ে জনসাধারণের মাঝে যাবো।