কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা
সাতক্ষীরা কালিগঞ্জে আকস্মিক বজ্রপাতে শিমুল হোসেন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর গ্রামের ইছার আলীর ছেলে। বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে পার্শ্ববর্তী খালে মাছ ধরতে যাওয়ার একপর্যায়ে এই ঘটনা ঘটে।
নিহতের মা শিরিনা পারভিন জানান, শিশুর দুপুর দুইটার দিকে পাশের খালে মাছ ধরতে যায়, এমন সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় শিমুল হোসেন বজ্রপাতের কবলে পড়ে। ছেলের আসতে দেরি হচ্ছে দেখে বৃষ্টি থামলে আমি খোঁজ নিতে গিয়ে দেখি ছেলে মাটিতে পড়ে আছে। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে এবং স্থানীয় চিকিৎসক মোস্তাফিজুর রহমান মনুকে খবর দেন। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।