কালিগঞ্জ সংবাদদাতা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ‘গরীবের ডাক্তার’ খ্যাত অধ্যাপক শহিদুল আলম।
শনিবার বিকেলে কালিগঞ্জ উপজেলা সদরের ফুলতলা মোড় গোল চত্বর থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থককে সাথে নিয়ে তিনি পথচারী, সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ শুরু করেন। পরে তিনি কালিগঞ্জের প্রধান প্রধান সড়কে ও ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারেও লিফলেট বিতরণ করেন।

এ সময় জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাতক্ষীরা জজকোর্টের বিজ্ঞ পিপি অ্যাডভোকেট শেখ আব্দুস সাত্তার, নলতা ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা আজিজুর রহমান পাড়, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাবেক দপ্তর সম্পাদক ইউপি সদস্য শেখ খায়রুল আলম, সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক এসএম হাফিজুর রহমান বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য রাজু আহমেদ জাকির ও আবু হাসান, নলতা ইউনিয়ন বিএনপির সভাপতি কিসমাতুল বারী, সাধারণ সম্পাদক মিলন সরকার, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব হোসেন, কুশলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী হুমায়ন কবির ডাবলু, মৌতলা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ফজলুর রহমান, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ, তারালী ইউনিয়ন বিএনপির সভাপতি আরশাদ আলী সরদার, সাংগঠনিক সম্পাদক ওয়ালিদ হোসেন, ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন পাড়, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আসাদুজ্জামান খোকা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, সাবেক সাংগঠনিক সম্পাদক জিন্নাত খান, উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ আলাউদ্দীন সোহেল, সদস্য সচিব শেখ আব্দুল আজিজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এসএম সেলিম আহম্মেদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. সেলিম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম, যুগ্ম আহ্বায়ক আল মামুন, অলিদ হোসেন, সাতক্ষীরা জেলা তরুণ দলের সহ-সভাপতি মাসুম বিল্লাহ, উপজেলা জাসাস’র যুগ্ম-আহ্বায়ক আব্দুল লতিফ, হাসানুজ্জামান, মৌতলা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব কাজি তহিনুর রহমান, যুগ্ম-আহবায়ক কাজী হাবিবুর রহমান, নলতা ইউনিয়ন যুবদলের আব্দুল কাদের মেম্বার, নলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামীম পারভেজ, ভাড়াশিমলা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মহসিন আলী, ভাড়াশিমলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আলিম বাবু, নলতা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শেখ আফজাল হোসেন, সাধারণ সম্পাদক মো. সেলিম, সাংগঠনিক সম্পাদক ইমন হোসেন, বিষ্ণুপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু ইউসুফ, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাফায়েল মোড়ল, কাজী আলাউদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ হোসেনসহ বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version