কালীগঞ্জ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে পর্নোগ্রাফি মামলায় তুষার খান (৩০) নামে এক ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার জামাল ইউনিয়নের নাটোপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি উপজেলার জামাল ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য নজরুল ইসলাম খানের ছেলে।
থানার এসআই আসাদুজজামান জানান, মেয়েদের গোসল করার সময় মোবাইল ফোনে ভিডিও ধারণ করতো তুষার। এমন অভিযোগ এনে গত শুক্রবার দুইজনের নাম উল্লেখ করে এক গৃহবধূ কালীগঞ্জ থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা করেন। পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে মূল আসামি তুষারকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে আলামত হিসেবে একটি ল্যাপটপ ও একটি স্মার্টফোন জব্দ করা হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আজিফ বিষয়টি নিশ্চিত করে জানান, এক গৃহবধূর পর্নোগ্রাফি মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে। শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।