কালীগঞ্জ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে পৃথক দুটি দুর্ঘটনায় ২ কলেজ ছাত্র নিহত হয়েছে। আজ সকালে কালীগঞ্জ পৌরসভার বিহারী মোড় নামক স্থানে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী সাহেদ আলী (১৯) নামে এক কলেজ ছাত্র এবং বেলা সাড়ে ১১টায় বাবরা রেলগেট (মোবারকগঞ্জ চিনিকলের দক্ষিণ পাশে) এলাকায় ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মেহেদী হাসান (১৮) নামে অপর এক কলেজ ছাত্র নিহত হন।
নিহত সাহেদ উপজেলার ঈশ্বরবা গ্রামের বাসিন্দা এবং এ বছর এইচএসসি পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে। আর নিহত মেহেদী হাসান উপজেলার নরেন্দ্রপুর গ্রামের বাসিন্দা। এবার তিনি এইচএসসি পাস করেছেন এবং কালীগঞ্জ পরিবেশক সমিতির ভ্যান চালক হিসেবে কর্মরত ছিলেন।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, সকালে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে বেরিয়ে কালীগঞ্জ শহরে আসছিল সাহেদ আলী। পথিমধ্যে বিহারীমোড় নামক স্থানে পৌঁছালে সামনের দিক থেকে আসা রড বোঝাই একটি ট্রাকের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃতদেহ পুলিশ ও পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।
তিনি আরো জানান, বেলা সাড়ে ১১টার দিকে বাবরা রেল গেট এলাকায় খুলনা থেকে ঢাকাগামী চিত্রা ট্রেনে কাটা পড়ে মেহেদী হাসান নিহত হয়। মেহেদী পরিবেশক সমিতির ভ্যান নিয়ে পণ্য সরবরাহ কাজে বের হয়েছিল।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু আজীম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।
অপরদিকে নিহত মেহেদী হাসান বেলা ১১টার দিকে কালীগঞ্জ শহর থেকে বেকারী পণ্য নিয়ে তার নসিমন চালিয়ে বাবরা গ্রামের দিকে যাচ্ছিল। পথে বাবরা রেলক্রসিং পার হওয়ার সময় লাইনের উপর নসিমন গড়িটি আটকে যায়। সে সময় নসিমনটি ঠেলে সরাতে গেলে খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেন নসিমনটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মেহেদী হাসান মারা যান। তবে, দায়িত্বরত গেটম্যান সিগন্যাল দিয়ে ট্রেনটি থামানোর চেষ্টা করলেও ব্যর্থ হয় বলে যোগ করেন ওসি ও ফায়ার সার্ভিস কর্মকর্তা।
মোবারকগঞ্জ রেলস্টেশনের সহকারী মাস্টার তৌহিদুর রহমান জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস টেনে কাটা পড়ে একজন নিহত হয়েছেন। গেটম্যান অনেক চেষ্টা করেও তাকে থামাতে পারেনি। পরে গাড়ি বাঁচাতে গিয়ে ওই যুবক ট্রেনে কাটা পড়ে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।