কালীগঞ্জ প্রতিনিধি
শতকরা পাঁচ টাকার কমে ভোক্তা পর্যায়ে ওষুধ বিক্রি করলে তাকে জবাবদিহিতা ও জরিমানা করে থাকেন কালীগঞ্জ উপজেলা ওষুধ ব্যবসায়ীদের সংগঠন বিসিডিএস। সংগঠনটির নিয়ম বহির্ভুত আইনে লঙ্ঘিত হচ্ছে ভোক্তাদের অধিকার। বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভায় অভিযোগ উত্থাপিত হওয়ায় বিসিডিএস’র নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও মোবাইল কোর্টের ঘোষণা দিলেন কালীগঞ্জ ইউএনও।
গতকাল উপজেলা পরিষদে এক সভাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বলেন, ওষুধ ব্যবসায়ীদেরকে ভোক্তা হয়রানি রোধে জনদুর্ভোগ আইন পরিবর্তন করতে হবে। আজ থেকে যে কোন ফার্মেসি সামান্য লাভে বা কম রেটে ওষুধ বিক্রয় করতে পারবে। বিসিডিএস কমিটিকে ফার্মেসি থেকে জরিমানা আদায় না করার নির্দেশনা প্রদান করেন। সেই সাথেই তিনি নিয়মের ব্যত্যয় ঘটলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলেও ঘোষণা দেন।
সভায় অন্যান্যের মধ্যে রাখেন, উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা শেখ মামুনুর রশিদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা খায়রুল হক, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শিবু পদ বিশ্বাস, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, পৌর ব্যবসায়ী সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সোহাগ, উপজেলা ওষুধ ব্যবসায়ী সমিতির সভাপতি বাবলু সাহা ও আকিদুল ইসলাম প্রমুখ।