বাংলার ভোর প্রতিবেদক

বৃহস্পতিবার বিকেলে যশোর সদর উপজেলার গোপালপুর গ্রামের মাঠে আলামিন (২৪) নামে কুয়েত প্রবাসী এক যুবককে অমানুষিক নির্যাতন করা হয়েছে। তার সারা শরীরে খেজুরের কাঁটা ও বাবলা কাটা ফুটিয়ে গুরুতর আহত করা হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতের ভাই জনি জানিয়েছেন, আলামিন কুয়েতে বসবাস করেন। দুমাস আগে ছুটি নিয়ে তিনি বাড়িতে এসেছেন। গতকাল বিকেল পাঁচটার দিকে মাঠে তিনি গরুর ঘাস খাওয়া ছিলেন। এ সময় পাশের রামনগর ভাটপাড়া গ্রামের যুবকরা গোপালপুর গ্রামের ছেলেদের সাথে সৃস্টি করে। আলামিন তখন ঘটনাস্থলে পৌঁছে তাদের গোলযোগ মীমাংসা করার চেষ্টা চালায়।

এ অবস্থায় রামনগর গোপালপুর গ্রামের ১০-১৫ জন যুবক ক্ষিপ্ত হয়ে আলামিন কে বেদম প্রহার করে এবং বাবলার ও খেজুরের কাঁটা শরীরে বিদ্ধ করে তাকে অমানুষিকভাবে নির্যাতন চালায়। এতে আলামিন গুরুতর আহত হলে তাকে যশোর ২৫০ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জুবায়ের হোসেন জানিয়েছেন, আহত আলামিনের সারা শরীরে কাটা ফুটানোর দাগ রয়েছে।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version