বাংলার ভোর প্রতিবেদক
যশোরে কৃষি কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে বিসিএস (কৃষি) ক্যাডারের মানববন্ধন অনুষ্ঠিত।
সরকারি দায়িত্ব পালনরত অবস্থায় শেরপুরের নকল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিসিএস (কৃষি) ক্যাডার এসোসিয়েশন যশোর অঞ্চলের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে বারটা পর্যন্ত যশোর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচিতে নেতৃত্ব দেন অতিরিক্ত পরিচালক (কৃষিবিদ) আলমগীর বিশ্বাস।

বক্তারা বলেন, ঘটনার দিন দুপুর আনুমানিক ২টা ৫ মিনিটে নকলা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রাহাত হাসান কাইয়ুম (৩৫), ছাত্রনেতা ফজলুল হক (৩২) সরকারি কার্যালয়ে ঢুকে কর্তব্যরত উপজেলা কৃষি কর্মকর্তার উপর নৃশংস হামলা চালায়। এটি কেবল একজন সরকারি কর্মকর্তার উপর আক্রমণ নয়, বরং রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো ও সেবাদান প্রক্রিয়ার উপরও চরম আঘাত। তারা আরও বলেন, এ ধরনের জঘন্য ঘটনা কর্মকর্তাদের মনোবল ভেঙে দেবে এবং সরকারি দায়িত্ব পালনে চরম নিরাপত্তাহীন পরিবেশ সৃষ্টি করবে।

মানববন্ধনে বক্তারা দ্রুত সময়ের মধ্যে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি তারা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান, যাতে কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদীর নিরাপত্তা ও প্রশাসনিক সহায়তা নিশ্চিত করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়।
মানববন্ধনে বিসিএস (কৃষি) ক্যাডার এসোসিয়েশন যশোর অঞ্চলের সকল কর্মকর্তা অংশগ্রহণ করেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version