কেশবপুর প্রতিনিধি:
আগামী ৮ মে কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার সন্তান ও উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আহবায়ক প্রভাষক কাজী মুজাহীদুল ইসলাম পান্না শুক্রবার উপজেলার দোরমুটিয়া বাজারসহ একাধিক স্থানে গণসংযোগ ও তার হেলিকপ্টার মার্কার লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি বিভিন্ন দোকান মালিক ও সাধারণ জনগনের সাথে কুশল বিনিময় করেন।
গণসংযোগ কালে তিনি বলেন নির্বাচনে আমি বিজয়ী হলে কেশবপুর উপজেলা থেকে মাদক, সন্ত্রাস নির্মুলে, রাস্তা ঘাট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে আমি কাজ করবো এবং কেশবপুর উপজেলাকে একটি স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন তার হেলিকপ্টার মার্কার কর্মী ও সমর্থকবৃন্দ।