কেশবপুর পৌর সংবাদদাতা
যশোরের কেশবপুরে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ দীর্ঘদিন পর নিজ এলাকায় আসলে তাকে বরণ করে নেয় হাজারো জনতা। শনিবার বিকেলে তিনি কেশবপুরে পৌঁছালে শত শত মোটরসাইকেল ও যানবাহনযোগে তাকে স্বাগত জানান বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কাজী রওনকুল ইসলাম শ্রাবণ এদিন দুপুরে যশোরে পৌঁছে নেতাকর্মীদের নিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন। এরপর বিকেলে কেশবপুরে এসেই তিনি বিএনপি নেতা ও মজিদপুর ইউনিয়ন পরিষদের চার বারের নির্বাচিত চেয়ারম্যান প্রয়াত আবু বকর আবুর কবর জিয়ারত করেন। পরে তিনি কেশবপুরে পথসভা ও বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা সম্বলিত প্রচারপত্র বিতরণ করেন। তার আগমন উপলক্ষে আগে থেকেই কেশবপুর শহরসহ উপজেলার প্রত্যন্ত অঞ্চলেও ব্যানার-ফেস্টুন লাগানো হয়। শ্রাবণের আগমনকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ভেতর ব্যাপক সাড়া পড়ে। যশোর-৬ (কেশবপুর) আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে বিএনপি থেকে কাজী রওনকুল ইসলাম শ্রাবণ মনোনয়নপ্রত্যাশী বলে জানা গেছে। কাজী রওনকুল ইসলাম শ্রাবণের বাড়ি কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের চিংড়া গ্রামে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version