কেশবপুর পৌর প্রতিনিধি
যশোরের কেশবপুরে চারুপীঠ একাডেমি পরিদর্শন করলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জ্যেষ্ঠ প্রতিবেদক এস এম রাশেদুল ইসলাম, সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের পরিচালক (বিজনেস সাসটেনেবিলিটি) শহীদুল ইসলাম ও কালের কণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক সাহানোয়ার সাইদ শাহীন। রোববার সন্ধ্যায় তারা পৌর শহরের চারুপীঠ একাডেমি পরিদর্শন করে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
চারুপীঠ একাডেমির পরিচালক উৎপল দের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মশিউর রহমান, চারুপীঠ একাডেমির সভাপতি সহকারী অধ্যাপক তাপস মজুমদার, সহসভাপতি প্রধান শিক্ষক মাছুম বিল্লাহ, সাংবাদিক নূরুল ইসলাম খান, চারুপীঠ একাডেমির প্রশিক্ষক শ্রাবণী সাহা, স্বর্ণা অধিকারী প্রমুখ। মতবিনিময় শেষে চারুপীঠ একাডেমির পক্ষ থেকে অতিথিদের লেখক তাপস মজুমদারের লেখা ‘ধীরাজ ভট্টাচার্য’ বই উপহার দেওয়া হয়।