কেশবপুর প্রতিনিধি
যশোর জেলার কেশবপুরে তীব্র তাপদাহে পীড়িত ও তৃষ্ণার্ত মানুষের মাঝে ঠান্ডা পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে। রোববার বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্ট সমিতি কেশবপুর শাখার আয়োজনে পাঁচশত জনেরও অধিক তৃষ্ণার্ত মানুষের মাঝে পানি ও স্যালাইন বিতরণ করা হয়।
কেশবপুর শহরের হাসপাতাল মোড়, ত্রিমোহিনী মোড় এবং থানা মোড় মোট তিনটি স্থানে তৃষ্ণার্ত মানুষের মাঝে বোতলজাত পানি ও স্যালাইন বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেশবপুর শাখার সভাপতি আনোয়ার হোসেন, সহ-সভাপতি এ কে আজাদ ইখতিয়ার, সাধারণ সম্পাদক শংকর পাল, নির্বাহী সদস্য মিজানুর সিদ্দিকী রানা, আব্দুল্লাহ আল মুনির, সুশান্ত অধিকারী, ওষুধ ব্যবসায়ী ইমদাদুল হক রিপন প্রমুখ।