কেশবপুর সংবাদদাতা
যশোরের কেশবপুরে গাঁজা ও ইয়াবাসহ আটকের ঘটনায় দুই মাদক কারবারিকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর পৌর শহরের আলতাপোল গ্রামের মিরাজ হোসেনকে (৩৭) ১০ পিস ইয়াবাসহ আটকের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মোতাবেক ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুইশ’ টাকা জরিমানা এবং শাহীনকে (৪০) ৫০ গ্রাম গাঁজাসহ আটকের ঘটনায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুইশ’ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক শেখ আবুল কাসেমসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ বলেন, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version