কেশবপুর পৌর প্রতিনিধি
যশোরের কেশবপুরে প্রতিবন্ধীদের অধিকার ও সুরক্ষা আইন বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মজিদপুর চৌরাস্তা মোড়ে ওই ইউনিয়নের প্রতিবন্ধীদের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
মজিদপুর ইউনিয়নের শারীরিক প্রতিবন্ধী আব্দুস সবুরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মধ্যকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি ও ইউপি সদস্য আব্দুর রহিম। বক্তব্য দেন, শারীরিক প্রতিবন্ধী শিউলী খাতুন, বাবুল হোসেন, আব্দুল মজিদ প্রমুখ। সভায় প্রতিবন্ধীদের ভাতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান তৈরি, চাকরিতে কোটা প্রদান, চিকিৎসা ভাতা প্রদানসহ ১১ দফা দাবি নিয়ে আলোচনা করা হয়।