কেশবপুর পৌর সংবাদদাতা
যশোরের কেশবপুরে শিক্ষকদের সাথে মতবিনিময় করেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। শনিবার দুপুরে শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের উদ্যোগে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উপজেলা সম্মিলিত শিক্ষক-কর্মচারী জোটের আহ্বায়ক সহকারী অধ্যাপক আবু হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন যশোর-৬ (কেশবপুর) আসনে ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। সংগঠনের সদস্য সচিব আব্দুল গফুরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মশিয়ার রহমান, উপজেলা বিএনপির সহসভাপতি আলাউদ্দীন আলা, সাংগঠনিক স¤পাদক হুমায়ূন কবীর সুমন ও পৌর বিএনপির সহসভাপতি ফারুকে আজম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, শিক্ষক মতিয়ার রহমান, আব্দুস সালাম, কামরুজ্জামান লাল্টু, আহসান হাবিব, মিজানুর রহমান, শহিদুল ইসলাম, আব্দুল আজিজ, রবিউল আলম, মনিরুজ্জামান প্রমুখ।
মতবিনিময়কালে শিক্ষকেরা শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নসহ ভবিষ্যতে কোন শিক্ষক যেন রাজনৈতিক হয়রানির শিকার না হন সে বিষয়ে আলোচনায় তুলে ধরেন। এ ছাড়া অবহেলিত শিক্ষাপ্রতিষ্ঠানকে অগ্রাধিকার দিয়ে এগিয়ে নেয়ার পাশাপাশি এলাকার জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনের দাবি করেন।
