কেশবপুর পৌর প্রতিনিধি
কেশবপুরে হরমোনযুক্ত বিষাক্ত অপরিপক্ক কুল বিক্রি করছে অসাধু ব্যবসায়ীরা বলে অভিযোগ উঠেছে।
কেশবপুর পৌর শহরে স্বর্ণপট্টিতে বিভিন্ন প্রকার ফল বিক্রেতা সুব্রত কুন্ডু জানান, আমাদের অঞ্চলে সাধারণত পরিপক্ক কুল খাওয়ার উপযুক্ত সময় হলো ফেব্রুয়ারি মাসের শেষ দিকে। উপজেলার ঘের ভেড়ির মালিকরা ঘেরের পাড়ে বাণিজ্যিকভাবে বিভিন্ন জাতের কুল চাষ করে থাকেন। তাছাড়া উপজেলার সর্বত্রই কুল চাষ করে থাকে। বিলখুকশিয়া বিলে হাজার হাজার বিঘার জমির ঘেরের পাড়ে বাণিজ্যিকভাবে কুল চাষ করে থাকে ঘের ব্যবসায়ীরা। এ বছর কুলের ভালো ফলন হয়েছে। অসাধু ব্যবসায়ীরা ঘেরের পাড়ে জমির মালিকদের কাছ থেকে পাইকারি দরে আগাম কুল বাগান কিনে থাকে। অতিরিক্ত মুনাফা লাভের আশায় ওই সকল অসাধু ব্যবসায়ীরা অপরিপক্ক কুল বাগানে বিষযুক্ত হরমোন স্প্রে করে ফলকে আকর্ষণী করে তুলে তা অধিক মূল্যে বাজারজাত করে চলেছে।
পৌর শহরে ফলবিক্রেতা সুব্রত কুন্ডু এ প্রতিনিধিকে বলেন, এই সকল কুল খাওয়ার উপযুক্ত সময় এখনো হয়নি। অসাধু পাইকারি ব্যবসায়ীরা অধিক লাভের আশায় বিষাক্ত হরমোন স্প্রে করা কুলবোরই খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করছে। এক কেজি নারকেল কুল ও আপেল কুল তারা বিক্রি করছে ১২০ টাকা। সচেতন ক্রেতা সাধারণ অপরিপক্ক কুল বাজারে বিক্রি বন্ধের দাবি জানিয়েছেন।
শিরোনাম:
- সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব রাখবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
- যশোর মটর পার্টস ব্যবসায়ী সমিতির নির্বাচন সংস্কার ও উন্নয়ন পরিষদের পক্ষে ২৭টি মনোনয়নপত্র ক্রয়
- ‘জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় অবহেলা বরদাস্ত করা হবে না’
- পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্প কোচ সংকটে শিগগিরই চালু হচ্ছে না ট্রেন চলাচল
- শব্দ থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকী; যশোরে তিনদিনের নাট্য উৎসব হবে
- অভয়নগরে রবিউল হত্যা ওয়াহিদুলের রিমান্ড মঞ্জুর
- যশোর চেম্বার অব কমার্স সভাপতি মিজান খান ও সম্পাদক সোহান নির্বাচিত
- কেশবপুরে মাদ্রাসার শিক্ষার্থীদের কুরআন ধরানো অনুষ্ঠান ও পরিচিত সভা