নিজস্ব প্রতিবেদক
যশোরে শেখ মহব্বত আলী টুটুল নামে একজন ব্যবসায়ীকে ভয়ভীতি দেখিয়ে ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে শেখ মোজাম্মেল হোসেন রাতুল (৩৬) নামে এক ভুয়া সাংবাদিক আটক হয়েছেন। গত মঙ্গলবার রাতে শহরের এম কে রোডস্থ ‘কোকো মোবাইল শপ’ নামে ওই ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে ধরে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
পুলিশ জানায়, আটক রাতুল ঢাকার সাভারের গেন্ডা এলাকার শেখ সাইফুর রহমানের ছেলে। বর্তমানে তিনি যশোর শহরের মুুজিব সড়ক সংলগ্ন ষষ্ঠীতলার জনৈক সাইদুর রহমানের বাড়ির ভাড়াটিয়া। চাঁদাবাজির ঘটনায় গত মঙ্গলবার রাতে তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছেন ব্যবসায়ী শেখ মহব্বত আলী টুটুল।
টুটুল জানান, তিনি লোন অফিস পাড়ার রফিকুল ইসলাম লাবলু, শহিদুল ইসলাম ডাবলু ও শফিকুল ইসলাম জ্যোতির কাছে ব্যবসা সংক্রান্ত দেড় কোটি টাকা পাওনা বিষয়ে একটি মামলা ডিবি পুলিশ তদন্ত করছে। ১৫ দিন আগে শেখ মোজাম্মেল হোসেন রাতুল নামে ওই ব্যক্তি নিজেকে অনলাইন পোর্টাল ‘বিসিএন নিউজ ২৪’ এর সাভারের সাংবাদিক পরিচয়ে উল্লিখিত মামলা সংক্রান্তে কথা বলতে চান। তিনি রাজি হলে শেখ মোজাম্মেল হোসেন রাতুল নামে ওই ব্যক্তি শহরের এম কে রোডস্থ ‘কোকো মোবাইল শপ’ অফিসে আসেন। কথাবার্তার একপর্যায়ে শেখ মোজাম্মেল হোসেন রাতুল কৌশলে চা খাওয়ার কথা বলে কিছু টাকা দাবি করেন। টুটুল তাকে টাকা দিতে অপরাগতা প্রকাশ করেন। পরবর্তীতে শেখ মহব্বত আলী টুটুল স্থানীয় সাংবাদিকদের কাছে খোঁজখবর নিয়ে জানতে পারেন শেখ মোজাম্মেল হোসেন রাতুল ভুয়া সাংবাদিক। ব্যবসায়ী টুটুল আরও জানান, গত মঙ্গলবার রাত ৮টার দিকে তিনি তার দোকানে বসে প্রয়োজনীয় কাজ করার সময় শেখ মোজাম্মেল হোসেন রাতুলসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জন তার দোকানে যান। এবং তার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন শেখ মোজাম্মেল হোসেন রাতুল। চাঁদার টাকা না দিলে শেখ মহব্বত আলী টুটুলের বিরুদ্ধে জাতীয়, স্থানীয় ও অনলাইন নিউজ পোর্টালে মানহানিকর সংবাদ প্রকাশের হুমকি দেয়। তখন শেখ মোজাম্মেল হোসেন রাতুলের কাছে সাংবাদিকতার পরিচয়পত্র দেখতে চান টুটুল। কিন্তু পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। এ সময় অন্যরা পালিয়ে যায়।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version