কোটচাঁদপুর সংবাদদাতা
ঝিনাইদহের কোটচাঁদপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জোনাব আলী হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে ঝিনাইদহ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মুহাম্মাদ জাকারিয়া এই রায় ঘোষণা করেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৮ ডিসেম্বর কোটচাঁদপুর উপজেলার শেরখালী বাজারের একটি চায়ের দোকানে বসে থাকাবস্থায় বহরমপুর প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক জোনাব আলী আনুমানিক সন্ধ্যা সোয়া সাতটার দিকে দুর্বৃত্তের ছোড়া গুলিতে নিহত হন।

এসময় বাজারের মানুষ দুর্বৃত্তরা ধাওয়া করলে তারা বোমা বিস্ফোরণ ঘটিয়ে যশোর হ-১৩-৪৬৯০ নম্বরের একটি বাজাজ প্লাটিনাম মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের বড় ছেলে আব্দুল হান্নান বাদী হয়ে কোটচাঁদপুর মডেল থানায় ১৪ জনের নামে মামলা দায়ের করেন। দীর্ঘ প্রায় ১০ বছর শুনানির শেষে মঙ্গলবার রায় দেন আদালত।

রায়ে ১৪ আসামির মধ্যে গুড়পাড়া গ্রামের মনির উদ্দীন ও কুশনা গ্রামের তরিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড। এবং অন্য ১২ জন আসামীকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস প্রদান করেন।

তবে এ রায়ে সন্তুষ্ট নয় বাদী আব্দুল হান্নান। তিনি বলেন প্রকৃত দোষিদের মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। আমি এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব ন্যায়বিচার পাওয়ার জন্য।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version