কোটচাঁদপুর সংবাদদাতা
ষড়যন্ত্র করে মিথ্যা ঘটনার সঙ্গে জড়িয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কোটচাঁদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী। বৃহস্পতিবার সকালে স্থানীয় পৌর পাঠাগারে এম এ ওয়াদুদ হক হুলা মিয়া মিলনায়তনে এ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে লিয়াকত আলী বলেন, কুশনা বাঁওড়ে মাছ লুট ও জাল পোড়ানোর ঘটনায় জড়িতের দল থেকে বহিস্কার করা হয়েছে বলে জানান। সেই সাথে তিনি আরো জানান তারপরও আমাকে নিয়ে কৎসা রটাচ্ছে আমারই কাছে দলের জেলা কমিটি নির্বাচনে পরাজিত বলুহর ইউনিয়ন বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সদস্য আশরাফ আলী। একই সাথে ওই পক্ষটি তাকে হয়রানি করছে বলেও জানান। তিনি দাবি করেন গ্রুপিং রাজনীতির কারণে তাকে নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এচাড়া প্রতিবেশি খায়রুল মাস্টারের সাথে তার দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে মামলা চলছে বলেও জানান তিনি। তিনি আরো উল্লেখ করেন, খায়রুল মাস্টার বিগত দিনে একজন পৌর কাউন্সিলের পিএস’র ভূমিকায় দায়িত্ব পালন করেছেন সরকারি চাকরি করেও। এখন নাকি তিনি বিএনপি নেতা।

সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানানোর পাশাপাশি বিষয়টি তদন্ত পূর্বক ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি দাবি জানিয়েছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর ফারুক হোসেন খোকন, জেলা বিএনপির সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান একরামুল হক, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর কামাল হোসেন, উপজেলা যুবদলের নেতা অমেদুল ইসলাম।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version