কোটচাঁদপুর সংবাদদাতা
মুদি দোকানে পেট্রোল বিক্রির অভিযোগে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে।
শনিবার বিকেলে শহরের দুধসরা স্ট্যাণ্ডে অভিযানকালে বাংলাদেশ পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ২০ধারা ভঙ্গ করার অভিযোগে রোকনুজ্জামান নামে এক দোকানীকে নয় হাজার টাকা ও অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ১২ধারা ভঙ্গে আরো এক হাজার টাকসহ মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন কোটচাঁদপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহেল রানা। এ সময় উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার সুব্রত মন্ডলসহ কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

