কোটচাঁদপুর সংবাদদাতা
দেশ জুড়ে এখন একটাই আলোচনা আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬। এই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণকে সফল করতে এবার জোরেসোরে মাঠে নেমেছে ঝিনাইদহের জেলা প্রশাসন। তরুণদের ভাবনা ও প্রত্যাশা নিয়ে তরুণ ভোটার ও শিক্ষার্থীদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে ঝিনাইদহের কোটচাঁদপুরে।
মঙ্গলবার সকালে কোটচাঁদপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংলাপ উপলক্ষে সকাল থেকেই উপজেলা পরিষদ চত্বরে তরুণ ভোটার ও শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে সংলাপস্থল। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে সংলাপে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, দুই শতাধিক শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান।
এতে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাউসদ, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার কোটচাঁদপুর সার্কেল সায়েম ইউসুফ, উপজেলা সহকারী কমিশনার ভূমি সোহেল রানা, মডেল থানার ওসি (তদন্ত) খোন্দকার নায়েত, কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি আব্দুল্লাহ বাশার প্রমুখ।
এ সময় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব, ভোটাধিকার প্রয়োগের প্রয়োজনীয়তা এবং তরুণদের দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংলাপে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপস্থিত নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও অতিথিরা।
গণসংলাপে পুলিশ সুপার মাহফুজ আফজাল বলেন, রাষ্ট্র সংস্কারের পক্ষে হ্যাঁ, বিপক্ষে না, ভোট দিতে হবে।
সংলাপে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাবে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের দিনগুলোর কথা আমাদের স্মরণ রাখতে হবে। নতুন ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে ‘হ্যাঁ’ এর পক্ষে জনমত তৈরি করতে হবে। গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে দেশে সংস্কার বাস্তবায়ন হবে।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা গণভোট ও জাতীয় নির্বাচনের সার্বিক প্রস্তুতি, দায়িত্ব, করণীয় নির্দেশনা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
সংলাপ অনুষ্ঠান শেষে সরকারি খন্দকার মোশারফ হোসেন কলেজে নির্বাচনে দায়িত্ব পালনরত প্রিজাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণে যোগদান করেন জেলা প্রশাসক।
