কোটচাঁদপুর সংবাদদাতা
ঝিনাইদহের কোটচাঁদপুরে সরকারি ওয়াকফভুক্ত পুকুর ও পুকুরপাড়ের জমি থেকে অনুমতি ছাড়া মাটি কেটে বাণিজ্যিকভাবে বিক্রির অভিযোগে থানায় মামলা হয়েছে।
কোটচাঁদপুর পৌর ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো. মহিদুল ইসলাম বাদী হয়ে কোটচাঁদপুর মডেল থানায় মামলাটি করেন। এজাহার সূত্রে জানা যায়, পৌর এলাকার ৬৩ নম্বর সলেমানপুর মৌজার আরএস ১০ নম্বর খতিয়ানের অন্তর্ভুক্ত ৩৯২৬ ও ৩৯২৭ নম্বর দাগের মোট ২ একর পুকুর ও পুকুরপাড় শ্রেণীর জমি সলেমানপুর ওয়াকফ স্টেটের নামে রেকর্ডভুক্ত।
গতবছরের ১৭ ডিসেম্বর সকাল ১০টার দিকে ওই পুকুর থেকে কোনো প্রকার সরকারি অনুমতি ছাড়াই মাটি কেটে বিক্রি করা হচ্ছে এমন খবর পেয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ভূমি কর্মকর্তা মহিদুল ইসলাম অফিস সহায়কসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা নিশ্চিত হন।
এ ঘটনায় সলেমানপুর গ্রামের তরিকুল ইসলাম (৪৯) কে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আসাদউজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) সাহিদুর রহমানকে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।
