বাংলার ভোর প্রতিবেদক
আসছে ঈদুল আজহায় যশোর মাতাবে ‘ভাইজান’। বলিউডের কোনো সিনেমা নয়, বিশাল আকৃতির এক গরু ভাইজান নামে পরিচিত যশোরে।
১০ ফুট লম্বা ও ৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতার এ গরুর বর্তমান ওজন প্রায় এক হাজার ৩০০ কেজি। বিশাল আকৃতির এ গরু দেখতে প্রতিদিন ভিড় করছেন উৎসুক জনতা।
প্রাণিসম্পদ বিভাগ বলছে, এবছর যেসব গরু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে তার মধ্যে ‘ভাইজান’ এই এলাকায় এটিই সবচেয়ে বড়।
পাঁচ বছর আগে হলস্টিয়ান ফ্রিজিয়াান জাতের ৬ মাস বয়সী ভাইজানকে ৬৯ হাজার টাকায় কেনেন কাজল। এরপর অন্য গরুর সঙ্গে তার লালন পালন শুরু হয়। ধীরে ধীরে সুঠাম দেহের অধিকারী হওয়াতে তার নাম রাখেন ‘ভাইজান’।
মহিদুল জামান কাজল বলেন, পরিবারে আমি সবার বড়। ছোটরা আমাকে ‘ভাইজান’ বলে ডাকে। তাই আদর করে এই গরুর নাম ভাইজান রেখেছি। পরে এটির সাইজ-ওজন বিবেচনায় যশোরের ভাইজান হিসেবে পরিচিতি পেয়েছে।
খামারের কর্মী বলেন, সন্তানের মতো আদরে পালন করা হচ্ছে ভাইজানকে। আমরা দুইজন সার্বক্ষণিক তার পরিচর্যা করি। দিনে ১০ কেজি দানাদার খাবার খাওয়ানো হয়।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাশেদুল হক বলেন, জেলার বড় গরু গুলোর একটি ভাইজান। ‘আমি কাজলের খামারে গিয়েছিলাম। তার খামারে সম্পূর্ণ অর্গানিক উপায়ে সঠিক পদ্ধতিতে গরু পালন করা হয়।’
জেলা প্রাণিসম্পদ দফতর সূত্রে জানা যায়, চলতি বছর জেলায় কোরবানির জন্য গরু ও ছাগলের যে চাহিদা সেটা পূরণ করে অন্য জেলাতেও পাঠানো যাবে।