তালা সংবাদদাতা
তালা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ঘোষ সনৎ কুমারের কাপপিরিচ প্রতিকের সমর্থনে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে খলিলনগর ফুটবল মাঠে কাপপিরিচ প্রতিকের সমর্থনে পথসভা অনুষ্ঠিত হয়।
খলিলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার ইমান আলী সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির ছিলেন ঘোষ সনৎ কুমার।
বক্তব্য রাখেন খলিলনগর ইউনিয়ন চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মীর মহসীন হোসেন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক কাজী হিল্লোল, জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম মুক্তি, উপজেলা শাখার ছাত্রলীগের সভাপতি মিলন রায়, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শফিউর রহমান ডানলপ, বীর মুক্তিযোদ্ধা অমল কান্তি ঘোষ, বীর মুক্তিযোদ্ধা সমার সরদার, বীর মুক্তিযোদ্ধা কোহিনূর বিশ্বাসসহ বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের কর্মীবৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন খলিলনগর ইউনিয়ন যুবলীগ লীগের সভাপতি উত্তম কুমার ঘোষ।