বাংলার ভোর প্রতিবেদক

খাবার খেয়ে বিল না দিয়ে শহরের মুজিব সড়কের মিউজিক ক্যাফে রেস্টুরেন্টে ভাংচুরের চেষ্টা ও কর্মচারিদের মারপিটের অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়েছে। ঘটনার পর পুলিশের জরুরি সেবার মাধ্যমে খবর পেয়ে পুলিশ প্রতিষ্ঠানে পৌছে সন্ত্রাসী তিন যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, শহরের পোস্ট অফিসপাড়ার মাহাবুব হাসান ওরফে হৃদয়, ঘোপ নওয়াপাড়া রোডের ইমাম আজম ওরফে শুভ ও বেজপাড়া নতুন বাজার এলাকার নাইমুর রহমান ওরফে নাইম।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। গতকাল দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।
মারপিট ও ভাংচুরের ঘটনায় যশোর শহরের আরএন রোড এলাকার মেহেদী হাসান কোতয়ালি থানায় সোমবার গভীর রাতে মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন, আসামিরা প্রায় সময় তার মিউজিক ক্যাফেতে এসে খাবার খেয়ে বিল না দিয়ে চলে যায়। খাবারের বিল চাইতে গেলে ভয়ভীতিসহ জীবননাশের হুমকি দেয়। ৪ মার্চ সন্ধ্যা ৭ টায় প্রতিষ্ঠানে এসে আসামিরা আগের মতো খাবার খাওয়ার পর বিল পরিশোধ না করে ম্যানেজারসহ কর্মচারিেেদর সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে।

ম্যানেজার মালিককে সংবাদ দিলে তিনি ওই সময় প্রতিষ্ঠানে যেয়ে দেখেন আসামিরা তার কর্মচারীদের মারপিট করছে। চেয়ার টেবিল ভাংচুরের চেষ্টা করলে বাদী তৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন করলে পুলিশ এসে আসামিদের আটক করে। সেখানে উপস্থিত এনামুল হক (২১), মো. তানজিল (২৩) চেয়ার, টেবিল ভাংচুরের প্রতিবাদ করলে তাদের মারপিট করে। বাদী উপস্থিত হলে আসামিরা তাকে জীবননাশের হুমকি দেয়।

Share.
Exit mobile version