খুলনা সংবাদদাতা

খুলনার ফুলতলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার ধারালো অস্ত্রাঘাতে শেখ মুজিবুর রহমান (৫৫) নিহত ও তার স্ত্রী পুষ্প শেখ (৫০) ও ছেলে হাফেজ শেখ মিরাজ (২২) গুরুতর আহত হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার খানজাহানপুর গ্রামে এ ঘটনা ঘটে। পেশায় কৃষক শেখ মুজিবুর রহমান খানজাহানপুর গ্রামের বাসিন্দা। ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম এই হত্যারকাণ্ডের তথ্য নিশ্চিত করেছেন।

এলাকাবাসী ও স্থানীয় ফুলতলা ইউনিয়ন চেয়ারম্যান আবুল বাসার জানান, শেখ মুজিবুরের সঙ্গে তার ভাতিজা আশরাফুল আলম ওরফে শেখ কুতুব উদ্দিনের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জেরে বুধবার রাত সাড়ে ৯টার দিকে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে কুতুব উদ্দিন হাসুয়া দিয়ে চাচা মুজিবুরকে উপর্যুপরি কোপাতে থাকে। এ সময় তাকে ঠেকাতে গেলে মুজিবরের স্ত্রী পুষ্প শেখ ও ছেলে হাফেজ শেখ মিরাজকেও এলোপাতাড়ি কুপিয়ে জখম করে কুতুব উদ্দিন। হাসুয়ার আঘাত ঠেকাতে গিয়ে মুজিবুরের ডান হাতের কব্জি প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনার পর ঘাতক ভাতিজা কুতুব উদ্দিন পালিয়ে যায়।

পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শেখ মুজিবুরকে মৃত ঘোষণা করেন। এদিকে আশঙ্কাজনক অবস্থায় মুজিবরের স্ত্রী ও ছেলেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ফুলতলা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ঘাতককে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে বলে জানান তিনি।

Share.
Exit mobile version