পাইকগাছা সংবাদদাতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) সংসদীয় আসনে ছয় প্রার্থীর মধ্যে দুই জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
শুক্রবার সকালে খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আ,স,ম জামশেদ খোন্দকারের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে জাতীয় পার্টি মনোনিত মোস্তফা কামাল জাহাঙ্গীর ও স্বতন্ত্র প্রার্থী আছাদুল বিশ্বাসের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
সংশ্লিষ্টরা বলছেন, জাপা প্রার্থী ঋণ খেলাপি ও স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন পত্রে পর্যাপ্ত ভোটার সংখ্যা না থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
এ মুহূর্তে এ আসনে ভোটযুদ্ধে বৈধ চার প্রার্থী হলেন বিএনপি মনোনিত এসএম মনিরুল হাসান (বাপ্পী), জামায়াতে ইসলামীর মাওলানা আবুল কালাম আজাদ, ইসলামী আন্দোলনের আছাদুল্লাহ ফকির ও গণতান্ত্রিক বাম জোটের সিপিবি মনোনিত প্রার্থী অ্যাডভোকেট প্রশান্ত কুমার মন্ডল।
