মাগুরা সংবাদদাতা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট মাগুরার পারন্দুয়ালি ব্রীজের উপর পুলিশের ছোড়া রাবার বুলেটে আহত হয় শ্রীপুর উপজেলার বারই পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্ররোহান মোল্লা। এ সময় তার দুই চোখে লাগে পুলিশের ছোড়া গুলি।
জানা গেছে, আহত অবস্থায় প্রথমে তাকে সহপাঠীরা উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে বর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য নেয়া হয় জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালে। সেখান থেকে রেফার করা লায়ন্স চক্ষু হাসপাতালে। সেখানে রোহানের একটি চোখ থেকে গুলি বের করা গেলেও অপর চোখে গুলি থেকে যায়।
এর ফলে একরম অসহায় অবস্থায় অন্ধত্বের দিকে এগিয়ে যেতে থাকে রোহান। এ পর্যায়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী সাইমুম চিকিৎসা বঞ্চিত রোহান মোল্লার সুচিকিৎসার দায়িত্ব নেন এবং তাকে জিয়াউর রহমানের ফাউণ্ডেশনের কাছে তুলে দেন উন্নত চিকিৎসার জন্য।
এর প্রেক্ষিতে গত ১৫ অক্টোবর বাংলাদেশ আই হসপিটালের ডা. সৈয়দ মাহবুল-উল কাদির রোহানের চোখের সর্বশেষ গুলিটি বের করার জন্য অপারেশন করেছেন। আশা করা হচ্ছে সবকিছু ঠিক থাকলে রোহান আবারো দেখতে পাবে পৃথিবীর রঙিন আলো।