সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরা সদর উপজেলার দেবনগরে চাঁদাবাজির টাকা ভাগাভাগির জের ধরে তিন সহোদর ভাইয়ের মারামারির ঘটনা ঘটেছে।
জানা যায় দেবনগর গ্রামের এরশাদ আলীর পুত্র আলতাফ হোসেন আলতু মাটি কেনাবেচা করে জীবীকা নির্বাহ করেন। সম্প্রতি স্থানীয় একটি মাছের ঘেরের মাটি কেনাবোঁচা করে লাভবান হওয়ায় তার বড় লাবসা ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের মেম্বার আসাদুজ্জামান ৫ লাখ টাকা চাঁদা দাবিব করে।
আলতু চাঁদা দিতে অপারগতা জানিয়ে তাকে মাত্র ৩০ হাজার টাকা দেয়। এ নিয়ে তাদের মধ্যে চাপা ক্ষোভের সঞ্চার হয় এবং আলতু ব্যবসা বন্ধ করে দেন। দীর্ঘদিন পর সম্প্রতি আলতু আবারো ব্যবসা শুরু করলে আসাদুজ্জামান চাঁদার টাকা দাবি করে।
কিন্তু টাকা না দেয়ায় আসাদুজ্জামান ও আলতু ও অপর ভোট ভাই এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে মারামারিতে লিপ্ত হয়ে পড়ে। এ সময় মেম্বার আসাদুজ্জামান আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।
এতে বড় ভাই মেম্বার আসাদুজ্জামান আসাদ আহত হয় এবং উপস্থিত লোকজন মেম্বার আসাদ কে উদ্ধার করে। এ বিষয়ে আলতু মোবাইলে বলেন আমার ভাই মেম্বার আসাদুজ্জামান আসাদ পাঁচ লাখ টাকা চাঁদা না পেয়ে আমার বিরুদ্ধে সাতক্ষীরা জেলা প্রশাসন, থানা ও ডিবি অফিসে আমার বিরুদ্ধে লিখিত অভিযোগ করে।
এবং আমার মাটির ট্রাক আটকে ট্রাকপ্রতি একশত টাকা করে দাবি করে। আমি এবং আমার ছোট ভাই এ ঘটনার প্রতিবাদ করেছি মাত্র।
এ বিষয়ে মেম্বার আসাদুজ্জামানের সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করেও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।