বাংলার ভোর প্রতিবেদক
যশোরে শহিদ দিবস সামনে রেখে চার দিনব্যাপি চিত্র প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে চাঁদেরহাট যশোরের আয়োজনে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরিতে চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদেরহাট যশোরের উপদেষ্টা রুরাল রিকন্সট্রাকশন ফাউণ্ডেশনের (আরআরএফ) নির্বাহী পরিচালক ফিলিপ বিশ্বাস। আরও উপস্থিত ছিলেন, চাঁদের হাট যশোরের সভাপতি ফরাজি আহমেদ সাঈদ বুলবুল, যশোর আর্ট কলেজের প্রভাষক চিত্র শিল্পি কৃষি গৌতম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, চাঁদেরহাটের উপদেষ্টা ও যশোর ইনস্টিটিউশনের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু।

চাঁদেরহাট যশোর প্রতিবছর ২১ ফেব্রুয়ারি সামনে রেখে একুশের চেতনায় বিভিন্ন ধরনের চিত্রকর্ম প্রতিযোগিতা ও প্রদর্শনের আয়োজন করে থাকে। সেই ধারাবাহিকতায় এবছরও আট জেলার ২১ জন বরেণ্য চিত্র শিল্পিদের আঁকা চিত্রকর্ম নিয়ে প্রদর্শনীর আয়োজন করেছে। প্রতিদিন বিকেল ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এই চিত্র কর্ম প্রদর্শনীর জন্য পাবলিক লাইব্রেরিতে রাখা হবে। ২১ টা চিত্রকর্মের ভিন্ন ভিন্ন মূল্য নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন ৮ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত এক একটা চিত্রের দাম নির্ধারণ করা হয়েছে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version