বাংলার ভোর প্রতিবেদক
বিজিবি ও পুলিশের চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে সাড়ে তিন লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে যশোরে বিজিবির সদস্য আবুল বাসার বিশ্বাসের (৫৫) বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। তিনি বাঘারপাড়া উপজেলার পাঠান পাইকপাড়া গ্রামের বাসিন্দা। মামলাটি করেছেন যশোর সদর উপজেলার সাতমাইল মথুরাপুর গ্রামের ইসমাইল হোসেন (৬৩)। অভিযোগটি আমলে নিয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী অভিযুক্ত আবুল বাসারের বিরুদ্ধে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
অভিযোগে ইসমাইল হোসেন উল্লেখ করেন, পূর্বপরিচিত হওয়ায় আবুল বাসার তাকে প্রস্তাব দেন-ছেলেকে বিজিবিতে চাকরি দিতে পারবেন তিনি। এ জন্য ৭ লাখ টাকা দিতে হবে। প্রস্তাবে রাজি হয়ে তিনি প্রথমে সাড়ে তিন লাখ টাকা দিতে সম্মত হন এবং চাকরি হওয়ার পর বাকি টাকা দেয়ার আশ্বাস দেন।
২০১৮ সালের ১ জুন সাক্ষীদের উপস্থিতিতে আবুল বাসার সাড়ে তিন লাখ টাকা নেন এবং দুই মাসের মধ্যে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন। চাকরি না হলে টাকা ফেরত দেওয়ার কথাও বলেন। কিন্তু নির্ধারিত সময়ে চাকরি না হওয়ায় কয়েক বছর এভাবে কেটে যায়। পরে আবুল বাসার নতুনভাবে প্রস্তাব দেন যে তার এক ছেলে পুলিশে চাকরি করে প্রয়োজনে বাদীর ছেলেকেও সেখানে চাকরি পাইয়ে দিতে পারবেন। কিন্তু সেখানেও কোনো অগ্রগতি হয়নি। পরে বলেন, চাকরিও দেব না, টাকাও ফেরত দেব না, পারলে আদায় করে নেন। বাধ্য হয়ে তিনি আদালতে মামলা করেন।
