বাংলার ভোর প্রতিবেদক
১৪ বছর পূর্তি উৎসব উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও শিশুদের আঁকা ছবি নিয়ে তিন দিনব্যাপি চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে চারুতীর্থ ক্রিয়েটিভ স্কুল যশোর।
বৃহস্পতিবার বিকেলে যশোর ইন্সটিটিউট পাবলিক লাইব্রেরি ভবনে প্রদর্শনীর উদ্বোধন করেন লেখক, গবেষক, চিত্রকর মফিজুর রহমান রুননু। বিশেষ অতিথি ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার সিনিয়র রিপোর্টার আহসান কবীর বাবু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারুতীর্থ ক্রিয়েটিভ স্কুলের সভাপতি কাজী ইমদাদুল হক।
চারুতীর্থ ক্রিয়েটিভ স্কুলের সম্পাদক সজল ব্যানার্জী জানান, ১২০শিক্ষার্থীর আঁকা ছবি নিয়ে লাইব্রেরি মিলনায়তনে তিন দিনের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন বিকাল সাড়ে ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী চলবে।


