রাজগঞ্জ প্রতিনিধি
আগামী চালুয়াহাটি ইউনিয়ন পরিষদে নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করচেন চেয়ারম্যান পদপ্রার্থী সামসুর রহমান খান।
গতকাল (মঙ্গলবার) বিকেলে ঘীবা গ্রামে আরিফুল ইসলামের চায়ের দোকান থেকে শুরু করে ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও গ্রামে নিজ কর্মী-সমর্থকদের সাথে নিয়ে চেয়ারম্যান পদে ভোটারদের মনজয় করতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ইউনিয়নের গৌরীপুরৃ গ্রামের মৃত তবিবুর রহমান খানের ছেলে সামসুর রহমান খান ইতিমধ্যে এলাকায় মানবতার ফেরিওয়ালা সমাজসেবক ও গরিবের বন্ধু হিসেবে নিজের পরিচিতি গড়ে তুলেছেন। যে কারণে ইউনিয়নের আপামর জনতা তাকে আগামী নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হিসেবে চান। আর দল ও ইউনিয়নবাসীর চাহিদা মেটাতে তিনি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের ভোটারদের কাছে ছুটে চলেছেন।
এদিকে ভোটারদের সঙ্গে আলাপ করে জানা গেছে, প্রতিটি গ্রামে ওয়ার্ডে মূল লড়াই হবে আওয়ামী লীগ ও বিএনপির। ইতিমধ্যে আগামী নির্বাচনে সামনে রেখে আগাম প্রচারণা শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা। তারই অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে ঘিবাগ্রামের আরিফুর রহমানের দোকানে, পানিছত্র সুমনের দোকানে, রামনাথপুর ঋষিপাড়া শান্ত দোকা, গুপিকান্তপুর মোড়সহ সরেজমিনে গিয়ে ঘুরে দেখা গেছে, কর্মী-সমর্থকদের নিয়ে গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী সামসুর রহমান খান। কেউ কুশল বিনিময় করছেন, কেউ দিচ্ছেন প্রতিশ্রুতি গ্রামের গণসংযোগের থাকার। আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী সামসুর রহমান খান সংগে বলেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। ভোট সুষ্ঠু হলে বিজয় কেউঠেকাতে পারবে না। আমরা রাত-দিন সমানে চলছে প্রচারণা চালিয়ে যাচ্ছি। কেউ হুমকি ধামকি দিয়ে নির্বাচন বা প্রচারণা বন্ধ করতে এলে আইনি ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, নির্বাচন বিএনপির প্রার্থীর ভরাডুবি হবে এবার। ইউপি নির্বাচনে ৯টি ভোটকেন্দ্রের মধ্যে যে কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হবে। প্রশাসনের পক্ষে সবধরনের প্রস্তুতি নেবেন বলে আশাশ করি।
শিরোনাম:
- যশোরে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ, সরবরাহ নেই কলেরা স্যালাইনের
- ক্রীড়া সংগঠক শহীদ আহমেদ স্মরণে দোয়া
- ফেরোমন ইণ্ডাস্ট্রিজের মাঠ দিবস
- যশোরে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ
- রহিমার প্রেমের টানে নিভৃতপল্লীর বাসিন্দা আমেরিকার মার্ক হোগল
- শার্শায় সংখ্যালঘুর বসতভিটা দখলে মরিয়া দুই নেতা!
- খুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল
- ঝিকরগাছা আ.লীগ সভাপতি ও নাভারণ ইউপি চেয়ারম্যান গ্রেফতার