শার্শা সংবাদদাতা

যশোরের শার্শায় বাইসাইকেল চুরির অপরাধে রাকিবুল ইসলাম বিপ্লব (৪২) নামে এক ব্যক্তিকে রশি দিয়ে বেঁধে গাছের সাথে ঝুলিয়ে অমানবিক নির্যাতন চালানো হয়েছে।

নির্যাতনের শিকার ওই যুবক বেনাপোল রেল স্টেশন এলাকার বাসিন্দা। শনিবার বিকেলে শার্শা উপজেলার নাভারণ বাজারে ঘটা ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরার হলে প্রশাসনের নজরে আসে। পুলিশ আহত ব্যক্তিকে রোববার দুপুরে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। থানায় মামলার পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে ৭ জনকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে।

নির্যাতনের শিকার রাকিবুল ইসলাম বিপ্লব জানান, শনিবার বিকেলে শার্শা থানাধীন নাভারণ বাজারে শাওন জুয়েলার্স এর নির্মাণাধীন ভবনের নিচ তলা হতে সাইকেল চুরি করার চেষ্টাকালে আসামিরা বেআইনিভাবে লাঠি-সোটা মারপিট করে জখম করে। সে সময় তিনি মাটিতে লুটিয়ে পড়লে আসামি জাহিদুল ইসলাম ওই যযুবকে হাত-পা বেঁধে গাছের সাথে ঝুলিয়ে লোহার রড দিয়ে নির্যাতন করে। আমার ডাক চিৎকারে আশপাশে লোকজন এসে তাকে রক্ষা করে।

শার্শা থানার অফিসার ইনচার্জ কেএম রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে ৭ জনকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে এবং বাকি আসামিদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Share.
Exit mobile version