বাংলার ভোর প্রতিবেদক
যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় আরাফাত চৌধুরী (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু সজীব (২৪) গুরুতর আহত হয়েছেন। রবিবার দুপুরে বকচর বিহারি কলোনি এল মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত আরাফাত সদর উপজেলার হামিদপুর গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় আহত হন তার বন্ধু একই গ্রামের সজীব।

আহত সজীব জানান, মণিহার করিম পাম্প থেকে তেল ভরে দুই বন্ধু রাজারহাটের দিকে জিক্সার মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে বকচর বিহারি কলোনি এল মার্কেটের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডের সাথে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আরাফাতের মৃত্যু হয়।

পথচারীরারা নিহত ও আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার রাহুল দেব ঘোষ জানিয়েছেন, উদ্ধারকারীরা মৃত অবস্থায় আরাফাতকে হাসপাতালে আনেন। সজীবকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ওয়ার্ডে পাঠানো হয়েছে।

যশোর কোতয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share.
Exit mobile version