বাংলার ভোর প্রতিবেদক
শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে যশোরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
যশোর চাঁচড়া বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যে দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন তারা। সকাল সাড়ে ৮টায় রীতি অনুযায়ী জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের নেতৃত্বে জেলা প্রশাসন কর্মকর্তারা।
এর পরে পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম শাহীন, যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, বিএনপির ভাইস-চেয়ারম্যান অধ্যাপিকা নার্গিস বেগম, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়াও শ্রদ্ধা দিবেন করেন প্রেস ক্লাব যশোর, সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর সাংবাদিক ইউনিয়ন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন, শিক্ষাবোর্ড যশোর, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড যশোর, গণপূর্ত বিভাগ যশোর, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কেন্দ্র, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর, পিটিআই, সামাজিক বনবিভাগ আঞ্চলিক কেন্দ্র, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জয়তী সোসাইটি, পল্লী বিদ্যুৎ সমিতি- ১, জেলা শিক্ষা অফিস, আইডিইবি, জাগপা যশোর, জাতীয় মহিলা সংস্থা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যশোর, বাংলাদেশ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর যশোর, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যশোর, ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, বিসিক যশোর, কমিউনিস্ট পার্টি, জেলা শিল্পকলা একাডেমি, জেলা পূজা উদযাপন পরিষদ, যশোর জিলা স্কুল, যশোর কলেজ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, এমএম কলেজ, সিটি কলেজ, মহিলা কলেজ ও আব্দুর রাজ্জাক কলেজসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে শপথবাক্য পাঠ করে যশোরের সাংস্কৃতিক সংগঠনসমূহ।
