চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলী ইউনিয়ন কৃষকদলের সভাপতি ফারুক আহমেদের অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে ছুটে যান জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম। শুক্রবার সন্ধ্যায় তিনি ইউনিয়নের জামালতা গ্রামে তার বাড়িতে গিয়ে শারীরিক খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি হুসাইন আহমেদ, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহানুর রহমান শাহিন, যুবদল নেতা মাস্টার কামরুল ইসলাম ও শিমুল রহমান, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, ছাত্রনেতা সোয়াইব হোসেন, শাওন হাসান ও ইমন হাসানসহ স্থানীয় ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
